৪৮ দলের বিশ্বকাপে ২০তম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল আলজেরিয়া। বৃহস্পতিবার রাতে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে ২০তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে রিয়াদ মাহরেজের দল।
আলজেরিয়ার এটি পঞ্চম বিশ্বকাপে অংশগ্রহণ। এখন পর্যন্ত একবারই গ্রুপ পর্ব পেরিয়েছে তারা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে জার্মানির কাছে হেরে বিদায় নেয় দেশটি। আলজেরিয়ার মিলুদ হাদেফি অলিম্পিক কমপ্লেক্সে দেশটির সমর্থকরা উপভোগ করেছেন দলের তারকা উইঙ্গার রিয়াদ মাহরেজের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যানচেস্টার সিটির সাবেক এই ফুটবলার ম্যাচে একটি গোলের সঙ্গে দু’টি অ্যাসিস্টও করেন।
সোমালিয়ার বিপক্ষে জোড়া গোল করেন মোহামেদ আমৌরা। ৬ মিনিটে ও ৫৮ মিনিটে তাঁর দু’টি গোল এসেছে ৩৪ বছর বয়সী মাহরেজের সহায়তায়। মাঝে ১৯ মিনিটে নিজেই এক দুর্দান্ত শটে বল জালে জড়ান তিনি।
গ্রুপ ‘জি’ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করল আলজেরিয়া। ৯ ম্যাচে ৭ জয়, এক ড্র ও এক হারে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে মাহরেজের দল। চার পয়েন্ট কম নিয়ে দুইয়ে উগান্ডা। আর মাত্র এক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে সোমালিয়া। বাছাইপর্বের শেষ রাউন্ডে আলজেরিয়ার ম্যাচ উগান্ডার বিপক্ষে।
এ মাসের আন্তর্জাতিক বিরতিতে আরও ১৭টি দেশ বিশ্বকাপে জায়গা করে নিতে পারে।
বিডি প্রতিদিন/নাজিম