আগামী ডিসেম্বরে ভারত সফরে আসার কথা জানিয়েছিলেন লিওনেল মেসি। তর্কসাপেক্ষে ফুটবল ইতিহাসের সেরা এই ফুটবলারের আগেই অবশ্য পুরো আর্জেন্টিনা দলের ভারত সফর করার কথা রয়েছে। মূলত প্রীতি ম্যাচ খেলতেই ভারতে আসার কথা আলবিসেলেস্তেদের। তবে সেই সফর নিয়ে এখন শঙ্কা দেখা দিয়েছে।
ফিফা প্রীতি ম্যাচ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্জেন্টিনা দল। সেখানে ইতোমধ্যে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছে তারা। অপর ম্যাচটি আগামী বুধবার পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে আলবিসেলেস্তেরা।
অবশ্য এই সফর শেষেও খুব একটা বিশ্রামের সুযোগ নেই মেসিদের। নভেম্বরে আরো দুটি প্রীতি ম্যাচ খেলবে তারা। প্রথম ম্যাচটি হবে অ্যাঙ্গোলার বিপক্ষে। আর দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা ভারতে। তবে টিওয়াইসি স্পোর্টসের খবরে বলা হয়েছে, ভারতের ম্যাচটির ভেন্যু পরিবর্তন হতে পারে।
ভারত সফরে না আসলে সেই ম্যাচটিও হতে পারে আফ্রিকায়। তখন মরক্কোর বিপক্ষে ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা।
সর্বশেষ ২০১১ সালে ভারতের মাটিতে খেলেছিল আর্জেন্টিনা। এরপর দীর্ঘ এক যুগের বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছিল এবার। তবে সেটিও এখন অনিশ্চিত।
বিডি প্রতিদিন/কেএ