সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের ক্যান্টিন পুনরায় চালুর দাবি জানিয়েছে ছাত্রদল। এ বিষয়ে কলেজ অধ্যক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি ও সাধারণ সম্পাদক জুনেদুর রহমান।
আবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কলেজে শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে কলেজের ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের খাবার সংগ্রহের জন্য ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে। এতে সময় নষ্টের পাশাপাশি ক্লাস করতে সমস্যা হচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল