শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ অবশেষে বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের টানা আন্দোলন ও ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বিভাগীয় প্রধানদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা এবং সংশ্লিষ্ট সুপারিশের ভিত্তিতে বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হলো, যা পরবর্তী সিন্ডিকেট সভায় অবহিত করা হবে।”
এর আগে গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের ২৫ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনসহ লাগাতার আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ ছিল, এক বছর আগে বিভাগীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি হলেও প্রশাসন অযৌক্তিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নতুন সিদ্ধান্তে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/হিমেল