নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে মাছ শিকারে গিয়ে এক দলের জেলের হামলায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে নিখোঁজ হওয়া জেলের লাশ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয় বলে মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক এনামুল হক জানিয়েছেন।
ওই জেলে হলো- মো. শাকিল হাওলাদার (২২)। সে মেহেন্দিগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের ভোলানাথ গ্রামের আনিছ হাওলাদারের ছেলে।
মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ নৌ-পুলিশ ফাড়ির পরিদর্শক এনামুল হক বলেন, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কালাবদর নদীতে জাল ফেলা নিয়ে জেলেদের দুইপক্ষের মধ্যে প্রথমে তর্ক ও পরে মারামারি হয়। তখন এক পক্ষ নৌকা নিয়ে অপর পক্ষের নৌকার উপর উঠিয়ে দেয়। এতে নৌকা থেকে নদীতে পড়ে যাওয়া জেলে শাকিলকে বেধরকভাবে পিটিয়েছে অপর পক্ষের জেলেরা। মারধরের শিকার জেলে শাকিল নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
পরিদর্শক বলেন, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ জেলের বাবার সাথে কথা বলতেছিলাম। এই সময় শাকিলের লাশ ভেসে উঠে। তখন তার লাশ উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত জেলের বাবা বাদী হয়ে মামলা করবে।
শাকিলের মামা আব্দুল জব্বার বলেন, তার দুই ভাগ্নে শাকিল ও রবিউল পৃথক দুই নৌকা নিয়ে আড়িয়াল খা ও কালাবদর নদীর মাঝখানে লাল বয়ার কাছে জাল ফেলে। এ নিয়ে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজীগঞ্জ এলাকার জেলে আল-আমিন ও হেলাল গাজীসহ কয়েকজন জেলে ক্ষিপ্ত হয়। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে ভাগ্নে রবিউলকে মারধর করে। তখন ভাইকে রক্ষায় এগিয়ে গেলে আল-আমিন ও হেলাল গাজীসহ কয়েকজন তাদের নৌকা শাকিলের নৌকার উপর উঠিয়ে দেয়। শাকিল নদীতে পড়ে গেলে তাকে পিটিয়েছে। এতে সে নদীতে ডুবে যায়। ঘটনার পর থেকে নদীতে তল্লাশী করে তাকে খুজে পাওয়া যায়নি। শনিবার সকালে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন আব্দুল জব্বার।
বিডি প্রতিদিন/এএম