মানবতার এক মূর্ত প্রতীক হয়ে উঠেছেন বাংলাদেশের তরুণ প্রতিভাবান নাক গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন ডা. বাসুদেব কুমার সাহা। যিনি সম্প্রতি কুমিল্লার ৬৫ বছরের আবুল কাশেমের ৪৫ বছর ধরে বহন করা একটি জটিল থাইরয়েড গ্লান্ডের টিউমার অপারেশন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া বিভাগে প্রচারিত সেই সংবাদ দেশের সীমানা পেরিয়ে অপারেশনের ঘটনাটি ছড়িয়ে পড়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বাংলাদেশের এই চিকিৎসক নাক কান গলা রোগ বিভাগে বিশেষ অবদানের জন্য জিতে নিয়েছেন ‘ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৫’।
গত ৯ অক্টোবর, বৃহস্পতিবার মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট কতৃক আয়োজিত হিউম্যান হারমোনি কনফার্নেস অ্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডা. বাসুদেব কুমার সাহার হাতে পুরস্কারটি তুলে দেন মালদ্বীপের মৎস্য ও সমুদ্র সম্পদ মন্ত্রী মো. মুতালিব। আন্তর্জাতিক এই পুরস্কার জয়ে অনুষ্ঠান মঞ্চে লাল সবুজের পতাকা ওড়ান বাংলাদেশের এই চিকিৎসক।
আন্তর্জাতিক এই পুরস্কার অর্জনের অনুভূতি জানিয়ে ডা. বাসুদেব বলেন, ‘এই অর্জন আমার একার নয়। এটি আমার পুরো টিমের অক্লান্ত পরিশ্রমের ফল। এ অর্জন আমার পুরো টিমের নিজের এই অর্জনটি তিনি উৎসর্গ করেছেন নাক কান গলা রোগে আক্রান্ত রোগীদের মাঝে যাদের চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমেই পেয়েছেন আন্তর্জাতিক এই পুরস্কার।
ডা. বাসুদেব কুমার সাহা বর্তমানে নাক কান গলা বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি চিফ কনসালটেন্ট হিসেবে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে নিয়মিত রোগী দেখছেন এবং অপারেশন করছেন।
গত ১ সেপ্টেম্বর ৬৫ বছরের বৃদ্ধ রোগী আবুল কাশেমর ৪৫ বছর ধরে বহন করা প্রায় দেড় ফিট দৈর্ঘ্যের জটিল এক থাইরয়েড টিউমার টানা ১০ ঘণ্টা ধরে অপারেশন করে সফল করেছেন। শান্তির সু-বাতাস ফিরিয়ে দিয়েছেন রোগী এবং তার পরিবারের মাঝে।
বিডি প্রতিদিন/আরাফাত