ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সম্প্রতি অনুষ্ঠিত হওয়া নিয়োগ বোর্ড বাতিল, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বাস চালকের ওপর হামলার বিচার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল। শনিবার বেলা ১২টার দিকে এই কর্মসূচি শুরু করেন তারা। বেলা ২টার দিকে কর্মসূচি শেষ হয়।
গত ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ ও ১০ অক্টোবর ‘ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ ছাত্রদলের।
তাদের অভিযোগ, ফোকলোর স্টাডিজ বিভাগে আওয়ামী দোসর ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে। এ ছাড়া ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নিয়োগ বোর্ডে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত বিভাগের সভাপতিকে রাখা হয়েছে।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ক্যাম্পাসে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিলের হুঁশিয়ারি দেন তারা। এছাড়া সাজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবির পাশাপাশি শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকূপা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চালকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানায় ছাত্রদল। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যর্থ প্রশাসন। এমন নির্লজ্জ প্রশাসন আগে দেখিনি। ছাত্রজনতার রক্তের বিনিময়ে আপনাদের চেয়ারে বসানো হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগ-ছাত্রলীগের পুনর্বাসনে। নিয়োগের হায়ার বোর্ডে ফ্যাসিস্টদের রাখা হয়েছে। ফোকলোর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে। আওয়ামী ছাত্রলীগকে পুনর্বাসনের দায়ে আপনারা অভিযুক্ত হয়েছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল