রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন ‘জেড. এইচ. শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুর’ - এর উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ৯ অক্টোবর ২০২৫ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. জসিম উদ্দিনকে আগামী চার বছরের জন্য উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অধীনে দায়িত্ব পালন করবেন এবং আইন অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম