ভারতীয় সীমান্তঘেঁষা মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ-৩ সংসদীয় আসন। এবার এ আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ছয়জন। তারা হলেন- নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মোমিন, জাসাসের সাবেক সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান, মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি এবং কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সিদ্দিক। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একক প্রার্থী ঘোষণা করেছে অনেক আগেই। কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যক্ষ মতিয়ার রহমান এ আসন থেকে লড়বেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মাওলানা সরোয়ার হোসেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, গরিব-অসহায়-খেটে খাওয়া মানুষের পাশে ছিলাম, আছি, থাকব। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে জনগণের আশা- আকাঙ্খা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আমিরুজ্জামান খান শিমুল বলেন, ৩৬ বছর ধরে দল করি। মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যা নতুন করে কেউ গড়তে পারবে না। কণ্ঠ শিল্পী মনির খান বলেন, দীর্ঘ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। ১১টি মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে। দল আমাকে নমিনেশন দিলে জনগণের ভোটে এমপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করব।
মেহেদী হাসান রনি বলেন, সাবেক এমপি মরহুম শহিদুল ইসলাম আমার পিতার আদর্শ ধারণ করে এবং তার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। দল মনোনয়ন দিলে জয়লাভ করব-ইনশাল্লাহ। ইঞ্জিনিয়ার মমিনুর রহমান মোমিন বলেন, হামলা-মামলার শিকার হয়েছি। নির্বাচিত হলে নিরক্ষরমুক্ত করা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হবে। মাদক সেবন ও চোরাচালান বন্ধ করা হবে। জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মতিয়ার রহমান বলেন- মাদক, মানব পাচার, চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। কৃষিতে ভর্তুকি, কৃষি প্রণোদনা, শিক্ষায় গুণগত মান বৃদ্ধি, নিয়োগবাণিজ্য নির্মূল, চিকিৎসা খাতে উন্নয়ন, রাস্তাঘাট মেরামত ও সামাজিক শান্তি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হবে ইনশাল্লাহ। মাওলানা সরোয়ার হোসেন বলেন, মাদক, মানব পাচার, চোরাচালান ও সীমান্তে অবৈধ কারবার বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেব। দুর্নীতির মূলোৎপাটন করা আমার প্রধান অঙ্গীকার।