তিনজন সচিবের দপ্তর বদল করা হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মো. কামাল উদ্দিনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে সচিব নিয়োগ করা হয়েছে। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক (সচিব) সিরাজুন নূর চৌধুরীকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এনএপিডিতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য গত জুলাইতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল ও কলেজে হতাহতের ঘটনা ঘটে। ওই ঘটনায় এইচএসসি পরীক্ষা স্থগিতে সময় ক্ষেপণের কারণে ওই সময়ের শিক্ষা সচিব সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করেছিল সরকার। দুই মাস পর নতুন করে তাকে এনএপিডিতে দায়িত্ব দেওয়া হলো।