ফের ভারতের জম্মু-কাশ্মীরে ভূমিধস। রবিবার উধমপুরে ঘটনাটি ঘটেছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক হোটেল ও দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের একাংশও।
পিটিআই জানিয়েছে, উধমপুর জেলার সোমরোলিতে ধসের ঘটনাটি ঘটে। সোমরোলি জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের পাশেই অবস্থিত। ফলে ভূমিধসে জাতীয় সড়কের পাশাপাশি সেখানকার নারসু বাজার এলাকাও বেশ ক্ষতিগ্রস্ত হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসে একটি হোটেল এবং বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কিছু দোকান ও বাড়ি ভেঙেও পড়েছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। স্থানীয়েরা জানাচ্ছেন, ধস নামার সঙ্গে সঙ্গে এলাকার দোকান ও বাড়িগুলি খালি করে দেওয়া হয়। সে কারণেই বিপদ এড়ানো গিয়েছে।
উল্লেখ্য, গত বেশ কিছু দিন ধরেই একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তর ভারত। মাসখানেক আগেই মেঘভাঙা বৃষ্টির জেরে ভূমিধস নামে জম্মু-কাশ্মীরের ডোডায়। বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে জম্মুর রেইসি জেলায় অর্ধকুঁয়ারীতেও ধস নামে। ধসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিলেন পুণ্যার্থী। তার কিছু দিন আগেই ভারী বৃষ্টির জেরে ধস নামে জম্মু-কাশ্মীরের কাঠুয়ায়। তারও আগে কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান নেমে আসে। তাতেও অন্তত ৩২ জনের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/নাজমুল