রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শতভাগ স্বচ্ছতার সঙ্গে ভোটগ্রহণের আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। রবিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন তিনি।
উপাচার্য বলেন, আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই। ভোট গণনা নিয়ে বিতর্ক এড়াতে পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ক্যামেরার সামনে হবে। গণমাধ্যম সেটা প্রচার করবে। স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা যন্ত্রের পাশাপাশি একাধিকবার হাতে গুণে ফলাফল মিলিয়ে দেখবো।
তিনি বলেন, আমাদের অত্যন্ত দক্ষ একটি কারিগরি দল রয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে ১২ থেকে ১৫ ঘণ্টার মধ্যেই আমরা পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করতে পারবোএছাড়া এখন পর্যন্ত অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। এর পুরো কৃতিত্ব আমাদের শিক্ষার্থীদের। ৩৫ বছর পর এ ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।
সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত