যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইলিনয় আর্বানা-শ্যাম্পেইন ক্যাম্পাসে গবেষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান হোসাইন।
৯ ও ১০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সম্মেলন ‘বিয়ন্ড বর্ডারস: গ্লোবাল মেন্টাল হেলথ রিসার্চ অ্যান্ড সার্ভিসেস কনফারেন্স’। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন।
দুই দিনের এই সম্মেলনে ২৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে ১০ অক্টোবর মানসিক স্বাস্থ্যবিষয়ক গবেষণাপত্র উপস্থাপন করবেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন। বাংলাদেশ থেকে একমাত্র স্নাতক শিক্ষার্থী হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ইমরান হোসাইন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সহায়তা নিয়ে তার গবেষণার ফলাফল উপস্থাপন করবেন তিনি।
নিজের অনুভূতি প্রকাশ করে ইমরান বলেন, একটি স্বনামধন্য মার্কিন বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্র উপস্থাপনের সুযোগ পাওয়া আমার জীবনের বড় অর্জন। তারা আমার সমস্ত খরচ বহন করছে, যা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমি বিশ্বাস করি, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন তরুণ গবেষকদের নতুন জ্ঞানের পথে উদ্বুদ্ধ করবে।
সম্মেলনের পর ইউনিভার্সিটি অব ইলিনয়ের সমাজকর্ম বিভাগের সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একটি অনানুষ্ঠানিক আলোচনাও অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ