আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে চার দলের একক প্রার্থী তৎপর। দলগুলো হলো বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এর বাইরে ভোটের মাঠে আর কোনো দল নেই। বিএনপি থেকে এ আসনে সম্ভাব্য প্রার্থী হলেন দলটির জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম। জামায়াতে ইসলামী থেকে মাওলানা নুরুল আমিন, এনসিপি থেকে যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ।
মাঠের তথ্য অনুযায়ী, এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা। তবে এনসিপিও শক্ত অবস্থান তৈরি করছে। কারণ আসনটি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের এলাকা হিসেবে পরিচিত। সেই প্রভাবকেই কাজে লাগাচ্ছে এনসিপি। বিএনপির মনোনয়নপ্রত্যাশী রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, ‘এ আসনটি গত ৩৩ বছর থেকে বহিরাগতরা শাসন করেছে। ফলে এ অঞ্চলের মানুষকে চরম উন্নয়ন বৈষম্যের শিকার হতে হয়েছে। এবার সুযোগ এসেছে স্থানীয় প্রার্থীকে ভোট দেওয়ার। আমি দীর্ঘদিন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এলাকার মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থেকেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণ তাদের ভোটাধিকার ঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। এবারের প্রেক্ষাপট ভিন্ন। জনগণ ভোট দিতে অধির আগ্রহে অপেক্ষা করছে। আশা করি, শহীদ আবু সাঈদের পীরগঞ্জের মানুষ এবার ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।’ জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন বলেন, ‘বিগত সময়ে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা ভোটারদের কাছে যাচ্ছি এবং দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের এলাকাবাসী যদি মনে করেন, জামায়াতে ইসলামীর হাতে দেশ ভালো থাকবে, তাহলে তারা সেই সুযোগ দেবেন। তাই আশা করি, এ আসনে জামায়াতে ইসলামী বিপুল ভোটে বিজয়ী হবে।’
এনসিপির মাসুম বিল্লাহ বলেন, ‘আমি আশা প্রকাশ করছি, সুষ্ঠু ভোট হলে এনসিপি বিপুল ভোটে বিজয়ী হবে। জানা গেছে, রাজনৈতিক পট-পরিবর্র্ততের পর থেকেই ভোটের মাঠে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাইফুল ইসলাম গণসংযোগ করছেন। দলীয় নেতা-কর্মীরা মনে করেন, এখানে বিএনপির কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। অপরদিকে জামায়াতে ইসলামীর মাওলানা নুরুল আমিন দলীয় আদর্শ তুলে ধরার পাশাপাশি জনগণের কল্যাণে কী কী কাজ করা হবে, তা ভোটারদের মাঝে তুলে ধরছেন। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অ্যাডভোকেট বরকতউল্লাহ লতিফ জনগণকে উন্নয়নের কথা বলছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।