নাটোরের গুরুদাসপুর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে রাস্তা পরিষ্কার ও সংস্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) গুরদাসপুরের চাচকৈড় বাজারের গরুহাট এলাকায় রাস্তা পরিষ্কার কর্মসূচি ও রাস্তা সংস্কার কর্মসূচির আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গুরুদাসপুর উপজেলা শাখার উপদেষ্টা নাজমুল হাসান সজল, বসুন্ধরা শুভসংঘ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রববানী, সাধারণ সম্পাদক মো. অনিক সরকার, সহ-সভাপতি রিয়াদ তালুকদার, স্বাধীন কবির, মেহেদী হাসান জয়, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি শাহ, আব্দুল আওয়াল, শাহরিয়ার ইসলাম সামিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহারিয়ার ইসলাম লামিন, সাংগঠনিক সম্পাদক মো. জোহা প্রামাণিক, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল ইসলাম, লিখন সরদার, অর্থ সম্পাদক সাদিকুল ইসলাম শিমুল, ইভেন্ট সম্পাদক অনিক আহমেদ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মাহমুদুল হাসান মুন্না, প্রচার সম্পাদক রাকিব আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সিয়াম তালুকদার শিক্ষা ও পাঠ্য অরুন কুমার মণ্ডল, সদস্য সাজেদুল ইসলাম, মাহমুদুল হাসান তুহিন, ভিপি হানিফ, ইমন তালুকদার, ওয়াশিম আকরাম, জাকিরুল কবির, সোহাগ আহমেদ, জোবায়ের সরকার, রউফ রাহিম, আলিফ খলিফা, রিয়াজ আহমেদ, রাশিদুল ইসলাম, মেহেদী হাসান, ইয়ামিন তালুকদার।
বসুন্ধরা শুভসংঘ গুরুদাসপুর উপজেলা শাখার উপদেষ্টা নাজমুল হাসান সজল বলেন, 'গুরুদাসপুরে বসুন্ধরা শুভসংঘের এই কার্যক্রম সকলের কাছে প্রসংশনীয় হয়ে থাকবে, বসুন্ধরা শুভসংঘের সদস্যদেরকে আমরা ধন্যবাদ জানাই এরকম উদ্যোগ নেওয়ায়।'
বসুন্ধরা শুভসংঘ গুরুদাসপুর উপজেলা শাখার সভাপতি মো. গোলাম রববানী বলেন, 'আমরা সব সময় চেষ্টা করি আমাদের এলাকায় সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে। আজকের কার্যক্রমটি শুধুমাত্র রাস্তা পরিষ্কার করার জন্য নয়, বরং বাসিন্দাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে। আমরা আশা করি, এই উদ্যোগ এলাকাবাসীর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।'
সাধারণ সম্পাদক মো. অনিক সরকার বলেন, 'ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে গুরুদাসপুরে আমাদের এরকম সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।'
বিডি-প্রতিদিন/তানিয়া