গ্রামবাংলার মাঠে, নদীর পাড়ে, খোলা প্রান্তরে— বজ্রপাত যেন এক নিঃশব্দ আতঙ্ক। অথচ এই বিপদ ঠেকাতে পারে আমাদেরই লাগানো একেকটি তালগাছ।
এই সচেতনতা ছড়িয়ে দিতে, “তালগাছ লাগান, বজ্রপাত ঠেকান”— এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৬ অক্টোবর) উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিরচর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথম দিনেই রাস্তার ধারে অর্ধ-শতাধিক তালবীজ বপন করা হয়।
বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম.দেলোয়ার হোসাইন বলেন, প্রতিবছর দেশে বজ্রপাতে অসংখ্য প্রাণহানি ঘটে। প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিশেষ করে বজ্রপাতের মতো প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা করতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গাছের বিকল্প নেই। তালগাছ কেবল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাই করে না, এর ফলও পুষ্টিকর খাদ্য হিসেবে মানুষের চাহিদা পূরণ করে। তাই এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি সমাজের প্রতিটি মানুষের জন্যই একটি অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি আরো বলেন, পর্যায়ক্রমে শিবচরের প্রতিটি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচিও নেওয়া হবে। আমরা চাই— প্রতিটি বিদ্যালয়, প্রতিটি মাঠ, প্রতিটি রাস্তার ধারে তালগাছ লাগানো হোক।
এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘের শিবচর শাখার সাধারণ সম্পাদক এস.এম.দেলোয়ার হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ইশরাকুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরফিন মোহাম্মদ সজিব, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তনয় রায়, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম, আল মামুন প্রমুখ।
এ ছাড়াও স্কুল শিক্ষক শাহাদৎ হোসেন, বাবুল ঢালী, তৌহিদ ঢালী, হাচান ঢালী, রাসেল খান, রেজাইল করিমসহ তরুণরা এ কর্মসূচিতে অংশ নেন।
বৃক্ষরোপণ শেষে স্থানীয় জনগণকে গাছের যত্ন ও পরিচর্যার জন্য অনুরোধ করা হয়।
বিডি প্রতিদিন/নাজিম