শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘ অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে।
সোমবার (অষ্টমীর দিন) খুলনা জেলার অস্থায়ী কার্যালয়ে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ করা খাদ্য তালিকায় ছিল— তেল, চিনি, ডাল, সেমাই ও আটা। এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
উপকারভোগী লক্ষ্মী দত্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, আজ অষ্টমী। লুচি, সুজি, ডাল আমাদের ধর্মীয় খাবারের অন্যতম। অভাবের কারণে আনন্দ ম্লান হয়ে গিয়েছিল। বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে পরিবার নিয়ে পূজার আনন্দ করতে পারব।
আরেক উপকারভোগী শারীরিকভাবে অসুস্থ পঞ্চানন বাবু বলেন, অনেকদিন পর হাতে করে পরিবারের জন্য কিছু নিয়ে যাচ্ছি। এটা আমার কাছে অমূল্য আনন্দ।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা বসুন্ধরা শুভসংঘের সদস্য সালমান, শিক্ষক সনৎ ঘরামী, দিপু মন্ডল, সানি রহমান ও জীবন ঢালী প্রমুখ। পুরো কর্মসূচি পরিচালনা করেন জেলা সভাপতি বিপুল রায় চৌধুরী।
খুলনা শুভসংঘের নেতৃবৃন্দ জানান, বসুন্ধরা শুভসংঘ সবসময় মানুষের পাশে থেকে আনন্দ ভাগাভাগি করতে চায়। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে তাদের মুখে হাসি ফোটাতে কাজ করে যাবে সংগঠনটি।
বিডি প্রতিদিন/কেএ