কাপাসিয়া উপজেলা নিয়ে গঠিত গাজীপুর-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ছোট ছেলে দলের গাজীপুর জেলার যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাখাওয়াত হোসেন সেলিম। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইউবী ও ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কাজীম উদ্দিন। এ ছাড়া ভোটের মাঠে সোচ্চার রয়েছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান ও এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম।
গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়াবাসীর প্রতি আমার অঙ্গীকার-পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ার জন্য উদ্যোগ গ্রহণ, মাদকমুক্ত কাপাসিয়া, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স, আইনের শাসন নিশ্চিতকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন।’ তিনি আরও বলেন, ‘দলের মনোনয়ন পেলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব।’ জামায়াতের প্রার্থী সালাহউদ্দিন আইউবী বলেন, ইতোমধ্যেই ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা কাপাসিয়ার মানুষের অকৃত্রিম আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। এ আসনে অতীতের যে কোনো সময়ের চেয়ে মজবুত অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, এখন সর্বত্র তারুণ্যের জয়জয়কার। বিশ্বাস করি কাপাসিয়াকে কৃষিনির্ভর সবুজ শিল্পোন্নত অপরাধমুক্ত নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে পারব।