মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হলিউডের বৈশ্বিক ব্যবসায়িক মডেলে এক নজিরবিহীন পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। সোমবার তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি সব সিনেমার ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
রয়টার্সের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এই কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। এটি তাঁর রক্ষণশীল বাণিজ্যনীতিকে সাংস্কৃতিক শিল্পেও বিস্তৃত করার এক স্পষ্ট ইঙ্গিত।
ট্রাম্প দাবি করেছেন, মার্কিন চলচ্চিত্র শিল্প আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। তিনি লিখেছেন, আমাদের চলচ্চিত্র ব্যবসা যুক্তরাষ্ট্র থেকে অন্যান্য দেশ চুরি করে নিয়ে গেছে। ঠিক যেন শিশুর হাত থেকে ক্যান্ডি কেড়ে নেওয়ার মতো।
ট্রাম্পের এই ঘোষণার ফলে আন্তর্জাতিক বক্স অফিসের আয় এবং বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রযোজনার ওপর নির্ভরশীল হলিউডের বড় বড় স্টুডিওগুলোর মধ্যে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এই শতভাগ শুল্ক আরোপের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই মুহূর্তে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ওয়ার্নার ব্রস ডিসকভারি, নেটফ্লিক্স এবং কমকাস্টের মতো বড় স্টুডিওগুলোও নীরব রয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প মে মাসে প্রথমবার শুল্কের ধারণাটি সামনে আনলেও তখন এর বিস্তারিত জানাননি। বর্তমানে নির্বাহীরা বিস্ময় প্রকাশ করছেন যে, আধুনিক সিনেমার প্রযোজনা, অর্থায়ন, পোস্ট প্রোডাকশন এবং ভিজ্যুয়াল এফেক্টসের কাজ প্রায়ই বিভিন্ন দেশে ছড়িয়ে থাকার কারণে এই শুল্ক কীভাবে কার্যকর হবে?
বিডি প্রতিদিন/নাজমুল