বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কারকাজ যত দ্রুত সম্ভব শেষ করবে। ইতিমধ্যে ভোটার হালনাগাদ কার্যক্রম চলছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সাভারের তেতুঁলঝোড়া ঘোর মন্দির ও ভাকুর্তা বটতলা পূজা মণ্ডপে প্রতিমা পরিদর্শনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরে যেসব দল আন্দোলনে ছিল, তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। সেই সরকার হবে গণতান্ত্রিক সরকার। সেই সরকারে সব দলের প্রতিনিধি থাকবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। এ সময় তিনি তেতুঁলঝোড়া জামুর ঋষিপাড়া সার্বজনীন মন্দির পরিদর্শন করেন। পরে ভাকুর্তা মন্দিরে উপস্থিত হয়ে প্রতিমা মণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তেতুঁলঝোড়া ইউনিয়নের বিএনপি সভাপতি হাজী মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আব্দুল আজিজ, সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান খান, সহসভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস খান, ঢাকা জেলা যুবদলের নেতা রকিব হাসান, ঢাকা জেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরোয়ার হোসেন, ভাকুর্তা বিএনপির যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন বাহার, বিএনপি নেতা নাসির সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল