সুনামগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে বলেন, কোনোদিন মনে করবেন না আপনারা মাইনোরিটি। আমাদের দেশে মেজরিটি মাইনোরিটি বলতে কিছু নেই, সবাই বাংলাদেশি। এখানে কে বেশি কে কম- এ ধরনের কোনো কনসেপ্টই নেই। সবাই বাংলাদেশের মানুষ, সবার অধিকার সমান। আমরা সবাই মানুষ। আমি, আপনি, আমরা সবাই মিলে সমান। আমরা যে ধর্মের হই না কেন, আমাদের কাজ হলো ভালো কাজ করা এবং মানুষকে সঠিক পথে রাখার চেষ্টা করা। গতকাল শাল্লা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। শিশির মনির শাল্লা উপজেলায় ১০টি পূজাম প পরিদর্শন করেন। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজাম পে গরিব ও বিধবা নারীদের মধ্যে প্রায় ৩০০টি শাড়ি বিতরণ করা হয়। শিশির মনির আরও বলেন, এই দিরাই-শাল্লায় যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না সে ব্যাপারে আমাদের সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।