জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ডিবি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকার উৎখাতে অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাজী মামুনুর রশিদকে রিমান্ডে নেওয়া হয়েছে।
আদালত সূত্র জানায়, কাজী মামুনকে গতকাল আদালতে হাজির করা হলে উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক রিমান্ডের আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের পরিদর্শক আখতার মোর্শেদ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালতে তিনি জানিয়েছেন, এনায়েতের মোবাইল দেখে মামুনুর রশিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামুন বিমানবন্দর থেকে এনায়েতকে রিসিভ করে হোটেলে রাখেন। সেখানে থাকার খরচ তিনি বহন করেন। এনায়েতের সঙ্গে মিলে তিনিসহ অন্যরা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেন। তার সঙ্গে আর কে কে জড়িত, এত টাকা কোথায় পেয়েছেন এ বিষয়গুলো জানার জন্য মামুনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।