এবারের এশিয়া কাপে ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। টানটান উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ৫ উইকেট ও ২ বল হাতে রেখে জয় পেয়েছে ভারত। এক আসরে টানা তিনবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট স্মরণীয় করে রেখেছে দলটি। তবে, হ্যান্ডশেক কাণ্ড থেকে শুরু করে ফাইনালের পর এসিসির পাকিস্তানি চেয়ারম্যানের হাত থেকে শিরোপা গ্রহণের অপারগতার মতো ঘটান ছাপিয়ে গেছে খেলার মাঠের রোমাঞ্চকে।
গতরাতে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড নবমবারের মতো এশিয়াসেরা হয়েছে ভারত। পুরো টুর্নামেন্টজুড়ে চলা ভারত-পাকিস্তান ‘যুদ্ধাবস্থা’ ফাইনালেও বজায় ছিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা ও খেলোয়াড়দের সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হ্যান্ডশেকে অপারগতা প্রকাশ দিয়ে উত্তেজনার সূচনা। ফাইনালের পর তা পেয়েছে ভিন্ন মাত্রা।
চ্যাম্পিয়ন ভারত দল এসিসি ও পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে শিরোপা গ্রহণে অস্বীকৃতি জানানোয় শিরোপা না দিয়েই মঞ্চ ত্যাগ করেন তিনি। এরপর ভারতীয় দল শিরোপা ছাড়াই উদযাপন করেছে। তবে, এরপর উত্তেজনার আগুনে বারুদ ঢেলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের এশিয়া কাপ জয়কে মোদি তুলনা করেছেন ‘অপারেশন সিন্দুর’–এর সঙ্গে। গত এপ্রিলে কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসবাদীদের হামলার পর ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে। যার পরিপ্রেক্ষিতে ৭ মে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। এশিয়া কাপের ফাইনালে ভারতের জয়ের পর তাকে সেই সামরিক অভিযানের সঙ্গেই তুলনা করছেন ভারতের প্রধানমন্ত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে মোদির ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া পোস্টে লেখা হয়েছে, ‘খেলার মাঠেও অপারেশন সিন্দুর। ফলও একই–ভারতের বিজয়। আমাদের ক্রিকেটারদের অভিনন্দন।’
তবে, এর জবাব দিতে দেরি করেননি পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভিও। পাকিস্তান সরকারের এই স্বরাষ্ট্রমন্ত্রী পাল্টা জবাবে বলেছেন, যুদ্ধের ময়দানের হারকে খেলার মাঠের জয় দিয়ে ঢাকবার সুযোগ নেই। রিটুইটে তিনি লিখেছেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।’
গত মে মাসে অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানও সংঘাতে জড়িয়ে পড়ে। দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা গুরুতর মোড় নিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দুই দেশই নিজেদের জয়ী দাবি করে আসছে।
বিডি প্রতিদিন/জুনাইদ