রেকর্ড নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতে নিয়েছে ভারত। তবে উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ফাইনালের পর শিরোপা বিতরণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। শেষ পর্যন্ত তারা ট্রফি ছাড়াই উদযাপন করে নিজেদের জয়।
ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। রানার্সআপ পাকিস্তান দলের হাতে ডামি চেক তুলে দেন তিনিই। পরে গণমাধ্যমকে জানান, ভারত শিগগিরই আনুষ্ঠানিকভাবে শিরোপা পাবে।
বুলবুল বলেন,“বোর্ডের সঙ্গে আলোচনা চলছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি), মিটিং শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই। যারা জয়ী হয়েছে, তাদের হাতে ট্রফি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি।”
তিনি আরও জানান,“কিছু বিষয় আছে যেগুলো গণমাধ্যমের সামনে বলা যাচ্ছে না। তবে এটুকু নিশ্চিত করা যায় ভারত চ্যাম্পিয়ন, পাকিস্তান রানার্সআপ। ভারতের দলটা হয়তো কিছুটা দেরি করেছিল প্রেজেন্টেশন পার্টিতে আসতে, পরে একটা বোঝাপড়া হয়েছে। সম্ভবত তারা সেই মুহূর্তে ট্রফি নিতে চায়নি।”
এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্তভাবে ফাইনালের দৌড়ে থাকলেও শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে হেরে ছিটকে পড়ে বাংলাদেশ। এই ব্যর্থতা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন বিসিবি সভাপতি।
বুলবুল বলেন,“প্রথমে খারাপ লাগছিল, কারণ মনে হয়েছিল এই ম্যাচটা (ফাইনাল) আমাদের খেলার কথা ছিল। সেকেন্ড রাউন্ডে যেভাবে এসেছিলাম এবং শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিলাম, আমার মনে হয় ইন্ডিয়া-পাকিস্তান দুই ম্যাচই আমাদের জেতা উচিত ছিল। কিন্তু পারিনি, তবে আফসোস নেই।”
বিডি প্রতিদিন/মুসা