এশিয়া কাপ ২০২৫ ফাইনালে ভারতের কাছে পরাজয়ের পর ট্রফি বিতরণ মঞ্চে বিতর্কিত আচরণ এবং সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা।
ফাইনালে রানারআপ হওয়ার পর স্টেজে হাতে নেওয়া প্রতীকী চেকটি (ডামি চেক) মাটিতে ছুড়ে ফেলেন সালমান। এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হতেই সংবাদ সম্মেলনে আরেক ঘোষণা দেন তিনি। ভারতীয় সামরিক অভিযানে নিহতদের জন্য তিনি ও তার সতীর্থরা নিজেদের ম্যাচ ফি দান করবেন।
সালমান বলেন, “আমরা আমাদের ম্যাচ ফি সেই সব পরিবারকে দেবো, যারা ‘অপারেশন সিঁদুরে’তে প্রিয়জন হারিয়েছেন। অনেকে বলছেন সেখানে জঙ্গিরা মারা গেছে, কিন্তু আমাদের কাছে খবর এসেছে শিশু ও মহিলারাও নিহত হয়েছেন।”
ম্যাচ ফি দান করার ঘোষণা দিয়েই সংবাদ সম্মেলন থেকে উঠে যান সালমান। কোনো সাংবাদিককে তিনি আর প্রশ্ন করার সুযোগ দেননি।
বিডি প্রতিদিন/মুসা