ইতালির ভুয়া নুলস্তা (নুল্লা অস্তা) দেখিয়ে মাদারীপুরের ডাসারে প্রায় কোটি টাকা প্রতারণার অভিযোগে তানজিল আহমেদ (৩৭) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ।
গ্রেফতার তানজিল আহমেদ কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রীমস্তপুর গ্রামের মিজানুজ্জামানের স্ত্রী। তার স্বামী মিজানুজ্জামান বর্তমানে জার্মান প্রবাসী বলে জানা গেছে।
ডাসার থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ হোসেন জানান, তানজিল ও তার স্বামী মিলে ইতালিতে ভিসা প্রদান সংক্রান্ত ভুয়া নুলস্তা (nulla osta – কর্মসংস্থানের সরকারি অনুমোদনপত্র) দেখিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছ থেকে মোট ৮২ লাখ ৩৫ হাজার টাকা হাতিয়ে নেন।
এ ঘটনায় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ডাসার থানায় একটি মামলা দায়ের হয়। এরপরই অভিযানে নামা হয়। গ্রেফতার তানজিলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ