নোয়াখালী ডায়াবেটিক সমিতি হাসপাতাল পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।
রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছালে সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় সচিব হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চলমান সেবামূল্য, চিকিৎসা কার্যক্রম ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।
কর্মকর্তা-কর্মচারীরা হাসপাতালের নানা সমস্যা ও চাহিদার কথা তুলে ধরলে সচিব মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, ডায়াবেটিক রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক। হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
পরিদর্শনকালে নোয়াখালী জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি খন্দকার ইশতিয়াক আহমেদ, সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফিরোজ আলম আজাদসহ চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ