বরিশালের গৌরনদীতে দিনের বেলায় দোকানে ঢুকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই করতে গিয়ে জনতার গনধোলাইর শিকার হয়েছে এক ছিনতাইকারী। পরে পুলিশ উদ্ধার করেছে। সকালে উপজেলার উপজেলার আশোকাঠী কাঁচা বাজারের জুয়েল সরদারের দোকানে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারী আরিফ হোসেন (৩৫) ঢাকার উত্তর সিটি করপোরেশনের উত্তরখানের চামরখান এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। সে আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মৃত হাসানাত ফকিরের মেয়ে জামাতা।
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, আশোকাঠী বাজারে জুয়েল সরদারের বিকাশ ও কনফেকশনারী দোকান। সকাল ১০টার দিকে আরিফ দোকানে প্রবেশ করেন। পরে ব্যাগ থেকে নাইন এমএম সাদৃশ্য একটি পিস্তল বের করে দোকানীর কোমড়ে ঠেকিয়ে একটি নম্বরে দ্রুত দুই হাজার টাকা বিকাশে পাঠানোর নির্দেশ দেয়। তখন দোকানী ডাক-চিৎকার দিলে লোকজন এসে আরিফকে আটক করে গনধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে আরিফকে তাদের জিম্মায় নিয়েছেন।
ওসি বলেন, দেখতে হুবহু নাইন এমএম পিস্তলের মতো। কিন্তু গুলি প্রবেশের কোন স্থান নেই। খেলনা পিস্তলও মনে হচ্ছে না। এ ঘটনায় দোকানীকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পাওয়ার পিস্তলটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএম