গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে হিট মেশিন ও মালামাল।
কাশিমপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন বলেন, রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের কাশিমপুর এলাকায় পোশাক কারখানায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন ছড়িয়ে চারপাশে পড়ে। খবর পেয়ে কাশিমপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি, বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বিডি প্রতিদিন/এএম