ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় শনিবার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের তামিলাগা ভেটরি কাজাগম (টিভিকে) দলের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে।
প্রতিবেদনে জানা গেছে, সমাবেশস্থলে এক লাখেরও বেশি মানুষ জমায়েত হয়েছিল, পরে অতিরিক্ত ভিড়ের কারণ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জনস্রোত সামলাতে পুলিশ ও প্রশাসন কঠোর চেষ্টা করলেও অবস্থা আরও উত্তপ্ত হয়। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং বেহুশ হয়ে যায়।
থালাপতি বিজয় একটি বাসের ছাদ থেকে ভাষণ দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজনের অজ্ঞান হয়ে যাওয়ার খবর পেয়ে তিনি উপস্থিত লোকদের জন্য পানির বোতল ছুড়তে শুরু করেন, যার কারণে ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিজয় বাধ্য হয়ে তার বক্তব্য অসমাপ্ত রেখে সমাবেশ শেষ করেন।
আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে বিজয় তার প্রচার কার্যক্রম জোরদার করেছেন। দফায় দফায় মিটিং ও মিছিল করে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন তিনি। এই দুঃখজনক দুর্ঘটনা তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে শোক ও উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: ইন্ডিয়া টুডে
বিডি প্রতিদিন/মুসা