ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘জাতির যে কোনো সংকটে দ্রুত ছুটে আসে সেনাবাহিনী। ফেব্রুয়ারিতে দেশবাসীর দীর্ঘদিনের কাক্সিক্ষত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সত্যিকার অর্থে একটি অবাধ, শান্তিপূর্ণ, উৎসব ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত করতে আমাদের সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।’
গতকাল দুপুরে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স-২০২৫-এর গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। জনগণের পাশে দাঁড়িয়েছিল। এ কারণে আমি তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করি। বাংলাদেশ একটি ভাগ্যবান দেশ। সব বাহিনী তাদের নেতৃত্বের অধীনে জনগণের প্রতি অঙ্গীকারবদ্ধ।’
প্রধান উপদেষ্টা সামরিক বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর উদ্দেশে বলেন, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে আয়োজন করতে হবে। এখন নির্বাচনের সময়। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। আমরা প্রস্তুত। এখন এ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে আমাদের সামরিক বাহিনী, পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা প্রয়োজন।’ গত বছরের ছাত্র-জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘এ অভ্যুত্থানের মাধ্যমে অতীত শাসনব্যবস্থার অবসান হয়েছে। দেশের মানুষের মনে নতুন আশা ও আকাক্সক্ষার উদ্রেক হয়েছে। এ আশা শুধু বাংলাদেশে নয়, এটি বিশ্বব্যাপী একটি আকাক্সক্ষা।’ সংস্কার কর্মসূচির প্রতি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমরা অতীতে ফিরে যেতাম, সব ত্যাগ বৃথা যেত। আমাদের স্বপ্নের দেশ গড়ে তুলতে হবে। এই ছিল সংস্কারের সংকল্প। সংস্কার অবশ্যই ঠিকমতো সম্পন্ন করতে হবে, আমরা যেন আর কোনো ভুল না করি।’
ডিএসসিএসসিকে একটি শীর্ষস্থানীয় সামরিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিকভাবে অন্যতম সেরা প্রতিষ্ঠান।’ আইএসপিআরের তথ্যমতে এবারের ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭০, নৌবাহিনীর ৪৫ এবং বিমানবাহিনীর ৩৬ জন কর্মকর্তা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এ ছাড়া বাংলাদেশ পুলিশের তিনজন কর্মকর্তা এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, জর্ডান, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, লাইবেরিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, তানজানিয়া, তুরস্ক ও উগান্ডা থেকে আসা ৫৮ জন কর্মকর্তা অংশ নেন। সব মিলিয়ে এ বছর ৩১১ জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। এর মধ্যে ১৪ জন নারী কর্মকর্তা রয়েছেন।
অনুষ্ঠানে সরকারের উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন : এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিরুদ্ধে ১-০ গোলের জয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অভিনন্দনবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘এ জয় প্রতিটি বাংলাদেশিকে গর্বিত করেছে। এটি কেবল একটি ফুটবল ম্যাচের জয় নয়; লাখ লাখ তরুণ-তরুণী, যারা খেলাধুলাকে ইতিবাচক শক্তির উৎস হিসেবে দেখে, তাদের জন্য অনুপ্রেরণা। জাতিগঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে এমন একটি জয় এ ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি।’