আবুধাবি টি–টেন লিগে তাসকিন আহমেদের নর্দান ওয়ারিয়র্সের বিপক্ষে জয়ের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি সাইফ হাসান। অন্যদিকে দারুণ বোলিংয়ে নর্দানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাসকিন।
বুধবার শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় এস্পিন স্ট্যালিয়ন্স ও নর্দান ওয়ারিয়র্স।
টস হেরে ব্যাট করে নর্দান ১০ ওভারে ১ উইকেটে তোলে ১১৪ রান। হযরতউল্লাহ জাজাই ৮ রান করে ফিরলেও জনসন চার্লস (৩৪ বলে ৫৫) ও কলিন মুনরো (২১ বলে ৩৮) গড়েন অপরাজিত জুটি। এস্পিনের হয়ে একমাত্র উইকেটটি নেন টাইমল মিলস। সাইফ ১ ওভারে দেন ১৭ রান।
১১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় এস্পিন। মাত্র ৬ বলে ১৩ রান করা আন্দ্রে ফ্লেচারকে বোল্ড করেন তাসকিন। নিজের দ্বিতীয় ওভারেও সাফল্য পান তিনি। স্লোয়ারে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন আভিস্কা ফার্নান্ডো (২০ বলে ৩৩)।
এর মাঝে রহমানউল্লাহ গুরবাজ (১১ বলে ২৯) ও লিয়াস ডু প্লয় (৫ বলে ৫) আউট হলে চাপে পড়ে এস্পিন। শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৭ রানে। স্ট্রাইকে ছিলেন সাইফ হাসান।
প্রথম বলে সিঙ্গেল নেওয়ার পর স্ট্রাইক ফিরে পান তিনি। তৃতীয় বলে ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ দেন সাইফ। ১১ বলে ১৫ রানে থামে তার ইনিংস। বাকি ব্যাটাররাও দলকে জেতাতে পারলো না। ফলে ৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে সাইফের দল।
নর্দানের হয়ে ২১ রানে ২ উইকেট নেন তাসকিন। ম্যাচসেরা হন দাহানি। তিনি ১০ রানে নেন ২ উইকেট।
বিডি-প্রতিদিন/আশফাক