মুন্সীগঞ্জ কাভার্ড ভ্যান চাপায় আকলিমা বেগম (৫৫) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন। এসময় পেয়ারা বেগম (৫০) নামের আরেকজন নারী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার হাতিমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বেগম সিরাজদিখান উপজেলার খোরশাই গ্রামের মৃত সেরাজুল শেখের স্ত্রী। গুরুতর আহত পেয়ারা বেগম একই উপজেলার দেবপোড়া গ্রামের মৃত আফজাল শেখের স্ত্রী।
স্থানীয়রা জানিয়েছেন, তারা সিরাজদিখান থেকে হাতিমারা এলাকায় মেলায় কাপড় কিনতে এসেছিলেন। মেলার কাছে রাস্তা পারাপারের সময় শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। দুইজনকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আকলিমা বেগমকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত পেয়ারা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, দুর্ঘটনার পর শাহ সিমেন্টের কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/সুজন