সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড সম্পর্কে “কিছুই জানতেন না” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে মোহাম্মদ বিন সালমানকে স্বাগত জানানোর সময় ট্রাম্প এই কথা বলেন।
২০১৮ সালে ইস্তানবুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগি হত্যার জন্য সৌদি এই যুবরাজ অভিযানের অনুমোদন করেছিলেন-২০২১ সালে এমন একটি মূল্যায়ন করেছিলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা।
ট্রাম্পের মন্তব্য ওই মূল্যায়নের বিপরিত তথ্য দিচ্ছে। কোনো ধরনের অন্যায় কাজ করার কথা অস্বীকার করে যুবরাজ সালমান হোয়াইট হাউসে বলেছেন, খাসোগির মৃত্যুর তদন্তের জন্য সৌদি আরব “যথাযথ সব কাজ করেছে”। হত্যাকাণ্ডটিকে ‘বেদনাদায়ক’ বলেও অভিহিত করেছেন তিনি।
খাসোগির ওই হত্যাকাণ্ডের পর এটাই ছিল সৌদি যুবরাজের প্রথম যুক্তরাষ্ট্র সফর, যা মার্কিন-সৌদি সম্পর্ককে নাড়া দিয়েছিল।
মঙ্গলবার ওভাল অফিসে ওই হত্যাকাণ্ড সম্পর্কে প্রশ্ন করেছিলেন এমন একজন সাংবাদিককে ট্রাম্প পাল্টা আক্রমণ করেন।
তিনি বলেন, “আপনি এমন একজনের কথা বলছেন যিনি খুবই বিতর্কিত ছিলেন। আপনি যে ভদ্রলোকের কথা বলছেন তাকে অনেকেই পছন্দ করেননি। আপনি তাকে পছন্দ করুন বা না করুন, ঘটনা ঘটেই যায়”।
তিনি আরো যোগ করে, “কিন্তু ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জনতেন না। আমাদের অতিথিদের বিব্রত করার দরকার নেই আপনাদের”।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত