হবিগঞ্জে অভিযান চালিয়ে মমতাজ বেগম রিনা নামের এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছে র্যাব-৯।
বুধবার বিকেলে ফায়ার সার্ভিস সড়কের শহরের ঘোষপাড়া এলাকায় তার বাসা থেকে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সিপিসি-৩–এর কমান্ডার মো. শাহ আলম বলেন, মমতাজ বেগম রিনা দীর্ঘদিন ধরে বাসায় চিকিৎসা যন্ত্রপাতি ব্যবহার করে রোগী দেখতেন। অভিজ্ঞতা বা বৈধ সনদ ছাড়াই তিনি গর্ভবতী নারীদের প্রসব করাতেন ও বিভিন্ন চিকিৎসা দিতেন। তার ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুসহ অপচিকিৎসার অভিযোগ রয়েছে।
তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে রিনাকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন