দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবের শাড়ি কিনে না দেওয়ায় তর্কের জেরে স্ত্রীর পিঁড়ির আঘাতে হাফিজুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী রেহেনা বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার দিওড় ইউনিয়নের কুঁচিয়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। হাফিজুল ওই এলাকার মৃত আবদুস সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাফিজুল ইসলাম পেশায় একজন মিষ্টি বিক্রেতা। চলতি নবান্ন উৎসবের জন্য স্ত্রী রেহেনা বেগম তার কাছে শাড়ি কিনে দেওয়ার আবদার করেছিলেন। কিনে না দেওয়ায় গতকাল সকালে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় রেহেনা বসার কাঠের পিঁড়ি দিয়ে হাফিজুলের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাফিজুলকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত নারী রেহেনাকে আটক করা হয়েছে।