আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেওয়ার যোগ্য হয়েছেন পৌনে ১৩ কোটি ভোটার। গতকাল নির্বাচন ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং হিজড়া ১ হাজার ২৩৪ জন। নারী ও পুরুষ ভোটারের ব্যবধান ১৯ লাখ ৩৫ হাজার ৮৬৫ জনের। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে তারা ভোট দিতে পারবেন। এবার একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট হওয়ার কথা রয়েছে।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসি দায়িত্ব নেওয়ার পর প্রথম ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত করা হয় ২ মার্চ। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে ইসি হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করে আগস্টে। সবশেষ তৃতীয় দফায় নতুন ভোটারদের যুক্ত করতে সময় দেওয়া হয় ৩১ অক্টোবর পর্যন্ত। গতকাল সেই তথ্য দিল ইসি।
ইসির তথ্য মতে, ২ মার্চ ঘোষিত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪। ১ নভেম্বর ঘোষিত তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪। এরপর যাচাইয়ের পর নতুন অন্তর্ভুক্ত হয় আরও ৮২ হাজার ৭৯৯ জন। ইসি সচিব জানান, মার্চ থেকে নভেম্বর সময়ে ভোটার বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। এরমধ্যে পুরুষ ভোটার বেড়েছে ২ দশমিক ২৯ শতাংশ এবং নারী ভোটার ৪ দশমিক ১৬ শতাংশ।