ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ে উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারেরা। ভারতের মাটিতে ১৫ বছর পর টেস্ট জয়ের আনন্দে গত রবিবার রাতে পার্টি করেন তারা। ইডেন টেস্টের নায়ক সাইমন হারমার জানিয়েছেন তাদের উদ্যাপনের কথা। একই সঙ্গে সতর্ক টেম্বা বাভুমারা।
জয়ের উদ্যাপন নিয়ে একটি ক্রিকেট ওয়েবসাইটকে হারমার বলেছেন, ‘‘আমরা একটা দারুণ হোটেলে ছিলাম। রাতে পানীয়ের ব্যবস্থা ছিল। আমার মতে এই ধরনের জয় উদ্যাপন করা প্রয়োজন। বিশেষ করে ভারতের মাটিতে জয়ের পর উদ্যাপন তো হবেই। ভারত যে কোনও দিন চেনা মেজাজে ফিরতে পারে। দলের সিনিয়রেরা সকলেই আমাদের এই জয়ের প্রশংসা করেছেন। তবে অতিরিক্ত দু’দিন সময় পাওয়ায় ভালই লাগছে।’’
আনন্দের মধ্যেও সতর্ক দক্ষিণ আফ্রিকা শিবির। আনন্দে ভেসে যেতে চাইছে না দল। দ্বিতীয় টেস্টের প্রস্তুতিতে কমতি রাখতে চান না হারমারেরা। প্রোটিয়া স্পিনার বলেছেন, ‘‘আমাদের দ্রুত পরের ম্যাচের পরিকল্পনা শুরু করতে হবে। ভারত নিশ্চয়ই মরিয়া হয়ে থাকবে। আগুনে মেজাজ নিয়ে মাঠে নামবে। ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে।’’
গুয়াহাটিতে কেমন পিচ আশা করছেন? হারমার বলেছেন, ‘‘গুয়াহাটিতে ভারতও আগে কখনও টেস্ট খেলেনি। তাই ওরাও জানে না, ঠিক কেমন পিচ হবে। ওদের দলে বিশ্বের সেরা টেস্ট বোলার রয়েছে। ফলে ওরা এমন পিচ চাইবে না যেখানে তৃতীয় দিন থেকে ও কোনও সাহায্য পাবে না। ওরা ওকে যতটা সম্ভব বেশি ব্যবহার করতে চাইবে। হতে পারে পিচ জোরে বোলারদের সাহায্য করবে। ঠিক কী হবে, বলা কঠিন। ওদের ম্যাচটা জিততেই হবে। এমন পরিস্থিতিতে ভারত অবশ্যই সেই ধরনের পিচে চাইবে, যে পিচে ওরা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ।’’
এ বারের সফরে ২০১৫ সালের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছেন ৩৬ বছরের প্রোটিয়া স্পিনার। ইডেনে দু’ইনিংসেই ৪ উইকেট পেয়েছেন হারমার। আশা করছেন, গুয়াহাটিতেও সাফল্য পাবেন।
বিডি প্রতিদিন/নাজিম