গাজীপুরের টঙ্গীতে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। রবিবার রাতে টঙ্গীর দত্তপাড়া ও ঢাকার সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- টঙ্গী এরশাদনগর দত্তপাড়া এলাকার স্বাধীন ও গাজীপুরে পুবাইল হায়দারাবাদের মুন্না। সোহেল রানা (৩০) ৮ নভেম্বর বাসা থেকে বের হয়ে ঘুরতে যান। পরদিন সকালে তার লাশ টঙ্গী পশ্চিম থানার দক্ষিণ আরিচপুর স্টেশন রোডে পাওয়া যায়। এ ঘটনায় তার পিতা বাবুল হোসেন টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন। পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।