বগুড়ায় প্রতারণার অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) মেহেদী হাসান গতকাল এ আদেশ দেন। পুলিশের সাবেক ডিআইজি হামিদুল আলম মিলন বগুড়া শহরের মালতিনগরের এএসএম ইবনে আজিজের ছেলে। তার বিরুদ্ধে শহরের নিশিন্দারা শাহপাড়ার জাহিদুর রহমান তোফা প্রতারণার মামলাটি করেন। গতকাল তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কারাগারে পাঠান।