চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ, শবনম আকতার উপস্থিত ছিলেন।