খানসামায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি ২০২১ সালের ১৫ নভেম্বর উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত হাসপাতাল ভবনের মূল গেটে ঝুলছে তালা। চিকিৎসা কার্যক্রম বন্ধ এবং চার বছর ধরে পরিত্যক্ত থাকায় ভবনের বেশির ভাগ জায়গা ধুলা, মাকড়সার জাল ও আগাছায় ভরে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি। চুরি হচ্ছে গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সংশ্লিষ্টরা জানান, জনবল ও অর্থনৈতিক বাজেট না থাকায় হাসপাতালটি উদ্বোধনের পর থেকেই বন্ধ। স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্যে নির্মিত হাসপাতালটি প্রথমে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে এনে সীমিত বহির্বিভাগ চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জনবল সংকট থাকায় সেটিও বন্ধ হয়ে যায়। সরেজমিন গতকাল সেখানে দেখা যায়, ২০ শয্যার ওই হাসপাতাল ভবনের মূল গেটে তালা। আত্রাই নদীর তীরে জিয়া সেতু মোড়ে নির্মিত দুই তলা এ ভবনটি কার্যত পরিত্যক্ত। ওই ভবনের পাশে রয়েছে তিনটি আবাসিক কোয়ার্টার, রান্নাঘর, গ্যারেজ ও বিদ্যুৎ স্টেশনসহ প্রয়োজনীয় স্থাপনা। তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম বন্ধ থাকায় ভবনের বেশির ভাগ জায়গা ধুলা, মাকড়সার জাল ও আগাছায় ভরে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই হাসপাতাল থেকে বিদ্যুতের তার ও ভারী যন্ত্রপাতিসহ ৪-৫ লাখ টাকার মূল্যবান সরঞ্জাম চুরি হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। খানসামা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম এ এস এম রাকিবুল হাসান জানিয়েছেন, খানসামা ২০ শয্যা হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া প্রায় সাড়ে ১২ লাখ টাকা। দ্রুত বিল পরিশোধ করতে স্বাস্থ্য বিভাগকে লিখিত চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে। স্থানীয়রা জানান, এ হাসপাতাল চালু হলে খানসামার গোবিন্দপুর, টংগুয়া, বেলপুকুর, সহজপুর, হোসেনপুর, জাহাঙ্গীরপুর, বাশুলী, শুশুলী, ফরিদাবাদ, জয়গঞ্জ ও পার্শ্ববর্তী তুলশীপুরসহ আশপাশের ইউনিয়নের মানুষ স্বাস্থ্যসেবা পেত। পাশাপাশি পার্শ্ববর্তী বীরগঞ্জ, দেবীগঞ্জ, নীলফামারী সদর উপজেলার বাসিন্দারাও সেবা পেত। স্থানীয় সাজিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, এত টাকা খরচ করে হাসপাতাল ভবন করা হয়েছে। কিন্তু চিকিৎসাসেবা চালু হলো না। এখন ভবনটা পড়ে আছে। খানসামা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, হাসপাতালটির অবকাঠামো খুবই ভালো। কিন্তু জনবল ও আর্থিক বরাদ্দ না থাকায় সেবা চালু করা যায়নি। বিষয়টি নিয়ে একাধিকবার স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। নিয়মিত সেবা চালুর বিষয়ে যোগাযোগ অব্যাহত আছে।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে