নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারেক রহমান (২৬) নামে এক যুবলীগ নেতাকে তিনটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার পূর্বাচল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। তারেক রহমান রূপগঞ্জ সদর ইউনিয়নের বাসিন্দা। রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।