দীর্ঘদিন পর দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপি সভাপতি পদ ফিরে পেলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে খুরশিদ আলমের সভাপতি পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপি সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ নবিউল ইসলাম। ২০২০ সালের ডিসেম্বরে খুরশিদ আলমকে বহিষ্কার করা হয়। ২০২১ সালের ৭ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলে ও তিন দিনের মাথায় তা আবার স্থগিত করা হয়।