সাম্প্রতিক সময়ে দুটি ঘটনা নিয়ে বেশ উচ্ছ্বসিত মডেল অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। প্রথমটি হলো ১৫ নভেম্বর ছিল তাঁর জন্মদিন। এ উপলক্ষে তাঁর স্বামী অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে থাইল্যান্ডে গেছেন। সেখানেই বিজরীর জন্মদিন ঘিরে বিশেষ আয়োজন করেছেন দিনার, এমনটাই জানালেন এ অভিনেত্রী। এতে অনেক খুশি তিনি। জন্মদিন উদযাপন শেষে ২৭ নভেম্বর দেশে ফিরবেন তারা। দ্বিতীয় খুশির কারণটা হলো- দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি সিনেমায় কাজ করেননি এ অভিনেত্রী। এজন্য কিছুটা আক্ষেপও রয়েছে তার। তবে সিনেমায় নিয়মিত কাজ করতে চান। বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছেন বিজরী। এবার তিনি জানালেন অনেক দিন পর আবারও সিনেমায় অভিনয় করছেন এই জনপ্রিয় অভিনেত্রী। নতুন এই সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে সিনেমার টিম থেকে এ বিষয়ে বিস্তারিত বলা নিষেধ আছে বিধায় তিনি আপাতত বিস্তারিত বলতে নারাজ। কিন্তু সিনেমাটিতে কাজ করে তিনি ভীষণ খুশি। কারণ অভিনীত চরিত্রটি তাঁর ভীষণ পছন্দ হয়েছে। সিনেমাটি নিয়েও তিনি ভীষণ আশাবাদী। জন্মদিন ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি। আর এজন্য পুরো ক্রেডিটই দিনারের। এরই মধ্যে আমি একটি সিনেমাতেও অভিনয় করেছি।