ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শেখ হাসিনার রায় বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, টিএসসির পায়রা চত্বরের পূর্ব পাশে একটি এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সামনে কিছু চেয়ার রাখা হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের একাধিক ব্যক্তি রয়েছেন।
টিএসসিতে অন্যদের সঙ্গে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের উপস্থিত রয়েছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন