কলকাতার ইডেন গার্ডেন দেখল দুই বিশ্বসেরার লড়াই। দক্ষিণ আফ্রিকা টেস্ট বিশ্বচ্যাম্পিয়ন। ভারত টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ভারতকে তিন দিনেই হারিয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ১২৪ রানের টার্গেট ছুড়েও সাইমন হারমারের ঘূর্ণিতে প্রোটিয়াসরা স্বাগতিক ভারতকে ৯৩ রানে গুটিয়ে দিয়েছে। ভারতের মাটিতে ৩০ রানের জয়টি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৫ বছর পর। এশিয়ার কোনো দেশে এত কম রানের টার্গেট ছুড়ে ম্যাচ জেতার রেকর্ড এটি দ্বিতীয়। আশ্চর্য হলেও সত্যি, কলকাতার ক্রিকেটপ্রেমীরা দেখলেন টেস্টের চার ইনিংসে একটি মাত্র হাফ সেঞ্চুরি এবং দুই শর নিচে স্কোর। দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসের স্কোর যথাক্রমে ১৫৯ ও ১৫৩ এবং দক্ষিণ আফ্রিকার দুই ইনিংসের স্কোর ১৮৯ ও ৯৩। ১৪৮ বছরে টেস্ট ইতিহাসে কোনো ইনিংসে ২০০ রানের স্কোর নেই, ভারতের মাটিতে ঘটেছে এই প্রথম এবং সব মিলিয়ে ১১ বার। সর্বশেষ হয়েছিল ৬৪ বছর আগে ১৯৫৯ সালে।
টেস্ট যে তিন দিনের বেশি গড়াবে না, দ্বিতীয় দিনেই নিশ্চিত হয়ে গিয়েছিল। প্রথম দিন ইডেনের উইকেটে বল ঘুরছিল। দ্বিতীয় দিন লাটিমের মতো ঘুরেছে। গতকাল শেষ হয়ে গেছে। অবশ্য ভারতের নিয়মিত অধিনায়ক শুভমান গিল ব্যাটিং করতে পারেননি। ঘাড় শক্ত হয়ে যাওয়ায় ব্যাটিং করেননি। ভারতকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক ব্যাটার ঋশভ পান্থ। এমন উইকেটে জশপ্রীত বুমরাহর গতিতে নাকাল হয়ে সফরকারী প্রোটিয়ারা ১৫৯ রানে গুটিয়ে যায়। ভারত ১৮৯ রান করে। ৩০ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টেম্বা বাভুমার অপরাজিত ৫৫ রানে ভর করে ১৫৩ রান করে। টার্গেট মাত্র ১২৪ রান। ঘরের মাঠ, পরিচিত উইকেটে এমন টার্গেট আকাশছোঁয়া নয়। ম্যাচসেরা হারমারের ঘূর্ণিতে ৩৫ ওভারে ৯৩ রানে গুটিয়ে যায় ভারত। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ ৩৪.৫ ও ৩৫.৬ বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়ে ছিলেন। এজন্য ২২ নভেম্বর গুয়াহাটিতে শুরু দ্বিতীয় টেস্টে নিজের প্রথম বলেই উইকেট নিতে হবে মাহরাজকে। ম্যাচসেরা হারমার প্রথম ইনিংসে ৩০ রানে ৪টি ও দ্বিতীয় ইনিংসে ২১ রানে নেন ৪ উইকেট।