আগের ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ খেলা নিয়ে কিছুটা হলেও সংশয়ে ছিল পর্তুগাল। এখন তা আর নেই। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে নবমবারের মতো চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে তারা। লালকার্ড দেখায় দলটির প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না ম্যাচে। তার অনুপস্থিতিতেই ৯-১ গোলের বিশাল ব্যবধানে জিতে মাঠ ছেড়েছে তারা। গতকাল ঘরের মাঠ পোর্তোয় অনুষ্ঠিত ম্যাচে বিজয় উৎসব করে সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষ দেশ আর্মেনিয়াকে পাত্তাই দেয়নি। হেসে খেলে জয় পেয়েছে রোনালদোর দেশ। ৯০ মিনিটের ম্যাচে ৭৫ ভাগ বল দখলে ছিল পর্তুগালের পায়ে।
সাত মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। ফার্নান্দেসের ফ্রি কিক প্রতিপক্ষের গোলরক্ষক ঝাঁপিয়ে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে দলের প্রথম গোল করেন ভেইগা। চার মিনিট পর ম্যাচে সমতায় ফেরে আর্মেনিয়া। এডওয়ার্ড গোলটি করেন। এরপর জ্বলে ওঠে পর্তুগাল। ১০ মিনিটের মধ্যেই স্বাগতিকরা ব্যবধান ৩-১ করে ফেলে। ব্রুনো ফার্নান্দেস ও জোয়াও নেভেস জোড়া হ্যাটট্রিক করেন। অন্য তিন গোল করেন সালো রামোস, ফ্রান্সিসকো ও কনসেভয়ের। ছয় ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে সেরা হয়ে বিশ্বকাপে জায়গা পেল পর্তুগাল। হাঙ্গেরিকে হারিয়ে আয়ারল্যান্ডের বিশ্বকাপ খেলার আশা টিকে আছে। তাদের প্লে-অফ ম্যাচ খেলতে হবে।