একটি সফল জাতীয় নির্বাচন গণতন্ত্র উত্তরণের পথ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা মাহমুদুর রহমান মান্না।
রবিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের ভূমিকায় ভাসানী জনগণকে আন্দোলনে যুক্ত করার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা অনুপ্রেরণাদায়ক হলেও বর্তমান বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির চরিত্র ভিন্ন। আজকের বাস্তবতায় তিনি নতুন কোনো অভ্যুত্থানের সম্ভাবনা দেখছি না। গণতন্ত্র উত্তরণের পথই হলো একটি সফল জাতীয় নির্বাচন।
তিনি বলেন, এখন প্রয়োজন একটি নির্বাচন। একটি সাকসেসফুল নির্বাচন আমাদের গণতন্ত্র উত্তরণের অর্ধেকটা পথ পার করে দিতে পারে। নির্বাচন কি একটা গণঅভ্যুত্থান হতে পারে? নির্বাচন কোনো গণঅভ্যুত্থান হতে পারে না। এই নির্বাচন আগের যেকোনো সামগ্রিক পরিস্থিতির সঙ্গে তুলনীয় নয়।
বিডি প্রতিদিন/কেএ