দেশের সার্বিক নিরাপত্তা জোরদারে ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানান, প্রয়োজন হলে আরও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হবে।
পুলিশ সদর দপ্তর বলেছে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং সন্দেহজনক কার্যকলাপের বিরুদ্ধে সতর্কতা জারি রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
শাহাদাত হোসাইন বলেন, সাম্প্রতিক কিছু মামলার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুত আছে। ঢাকাসহ সংবেদনশীল এলাকায় বিশেষ টিম মোতায়েন, টহল বৃদ্ধি এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকিং জোরদার করা হয়েছে। তিনি জানান, উসকানি, ভাঙচুর বা নাশকতার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শাটডাউন’ কর্মসূচির ডাক নিয়ে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। বিমানবন্দর রেলস্টেশন, হাতিরঝিল ও পল্লবী এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রাতে বেঁরিবাধ এলাকায় শ্রমিকবাহী একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তর জানায়, শনিবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জে বলাকা পরিবহনের একটি বাসে এবং সাভারে ইতিহাস পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। উভয় স্থানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
পুলিশ জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে জানিয়েছে, কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখলে দ্রুত থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সুজন